অটোমান সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আর্তগ্রুল বের তিন সাহসী বন্ধুর দোগান বে একজন। বামসী ও তুরগুত আল্পের মত তিনিও আর্তগ্রুল বের বিপদে আপদে পাশে ছিলেন। আর্তগ্রুলের কাছের বিশ্বস্ত ও কাছের মানুষের মধ্যে তিনিও একজন।

“দোগান” নামের অর্থ “ঈগল”। আর তিনি যুদ্ধের ময়দানে ঈগলের মত শিকারি ছিলেন। হাসিখুশি প্রাণবন্ত স্বভাবের দোগান বে তলোয়ার চলাতেন বিদ্যুৎবেগে।
দোগান বের স্ত্রীর নাম বানু চিচেক। বানু চিচেক ছিলেন দোদুর্গা বসতীর নারী আল্প ও তীরন্দাজ। বিখ্যাত তুর্কীয়ে সিরিজ দিরিলিস আর্তগ্রুলের দেখানো তথ্যানুযায়ী দোগান তার সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে খুব আল্প বয়সে শহীদ হন। পরবর্তীতে ঐ সন্তান জন্ম নিলে তাঁর বাবার স্মৃতি মনে রাখার জন্য ছেলেটির নাম ও দোগান রাখা হয়।
আর্তগ্রুল বের সঙ্গী হয়ে দোগান আল্প মোঙ্গল, নাইট ও কাফেরদের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধে লড়েছেন। কারাচিহিসার দুর্গ জয় করার সময় দোগান বে অসংখ্যা কাফেরকে হত্যা করেন।
দিরিলিস আর্তগ্রুল সিরিজের দেখানো তথ্যানুসারে দোগান আল্প বসতিতে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের দেওয়া খবরের কারণে কাফেরদের হাতে শহীদ হন।
সিরিজ তথ্য :
দোগান আল্প চরিত্রে অভিনয় করছেন : Cavit Çetin Güner
দিরিলিস আর্তগ্রুল দেখার ও ডাউনলোড লিংক :
☪︎ প্রথম সিজন
☪︎ তৃতীয় সিজন
☪︎ চতুর্থ সিজন
☪︎ পঞ্চম সিজন
লিখা : এ মুহাম্মদ