ওমর সিরিজ বাংলা সব ভলিউমের ডাউনলোড লিংক

প্রেক্ষাপট:

এই জনপ্রিয় সিরিয়ালটি তৈরী করা হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) এর জীবনী নিয়ে। যার পুরো নাম উমর ইবনুল খাত্তাব। জন্ম ৫৮৩ খ্রিষ্টাব্দে। মৃত্যু ৬৪৪ খ্রিষ্টাব্দ। তিনি বড় হয়েছেন আর দশটা কুরাইশ বালকের মতোই শৈশবে উটের রাখালী করে। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবিদের অন্যতম। হযরত আবু বকর (রা.) এর মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন। হযরত ওমর (রা.) একাধারে ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ, ন্যায় পরায়ন বাদশা। তার এই ন্যায় পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক (সত্য মিথ্যার পার্থক্যকারী) উপাধি দেওয়া হয়। তার ক্ষেত্রেই সর্বপ্রথম আমিরুল মুমিনিন উপাধিটি ব্যবহৃত হয়েছে। হযরত ওমর (রা.) শাসনামলে খিলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ নিয়ন্ত্রণে আসে মুসলিমদের হাতে। তার শাসনামলে জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। তিনি পূর্বের খ্রিষ্টান রীতি বদলে ইহুদিদেরকে জেরুজালেমে বসবাস ও উপাসনা করার সুযোগ দিয়েছিলেন। তিনি ইসলামী সাম্রাজ্যকে পূর্বে পারস্য থেকে পশ্চিমে বর্তমান তিউনিসিয়া, দক্ষিণে ইয়েমেন থেকে উত্তরে ককেশাস পর্বত পর্যন্ত বিস্তৃত করেন। ঈসায়ী ৬৪৪ সালের ৩রা নভেম্বর, ২৩ হিজরীর ২৬শে জিলহজ্জ্ব জনৈক পারসিক কৃতদাসের হাতে শহীদ হন।

Follow us:

Hazrat Omar Series Bangla Subtitle Full Season

Comment | মতামত জানান: